Episode 04 | Bhalobasar Morshum Originals Antara & Pritam
ওহ হ্যাঁ শোনো,বাবু আমাদের ছেলে কিন্তু ওকে আজ অব্দি কোনো দরকারে অদরকারে আমরা কাছে পায়নি,বাবুর পক্ষেও পড়াশুনো কেরিয়ার সামলে আমাদের দেখা সেই সময় সম্ভব ছিলো না, কিন্তু ওই কঠিন সময় গুলোয় পল্টনই বরং ছিলো সব সময় ,ছেলের মতোন করে আগলে ঘিরে রাখতো আমাদের,গ্যাস বুক করা তোমার আমার ওষুধ আনা জলের মিস্ত্রি,কলের মিস্ত্রি মাসকাবারি বাজার মুডিখানা,ডাক্তারের কাছে নাম লেখানো,সব সব সব করে দিতো ও হাসি মুখে, হাতে পয়সা গুঁজে দিলেও কখনো নেয় নি, পরে হবে খন বলে চলে গেছে….আমার বাবু তো আমারই….আমি তোমাকে বাবুর জায়গায় বসাইনি,শুধু ওকে আমার আর একটা ছেলে করে নিয়েছি…তুমি বুঝবে না ….আজীবন ওই বনেদিয়ানা রাশিকৃত বই,সৌখিনতার পরতে আমি আসলে তোমার কাছে থেকে গেছি প্রতিদিনের অভ্যেস হয়ে….ভালোবাসা আর অভ্যেস দুটো একদম আলাদা জিনিস…তুমি আগেও বোঝোনি আর আজ আমার বোঝানোর কোনো তাগিদ নেই….সাবধানে থেকো…রাখলাম।।।