Episode 06 | Bhalobasar Morshum Originals Antara & Pritam
ইছামতির তীর ঘেঁষে এপাশে হিঙ্গলগঞ্জ আর ওপাশে সাতক্ষীরা জেলা। প্রতিদিন অসংখ্য ভারতবর্ষের নৌকো আর বাংলাদেশের নৌকো রেষারেষি করে মাছ ধরে চলে ইছামতির জলে। এক সময় মাত্র দু চার পয়সার বিনিময়ে নৌকা পার হয়ে ওপাশের সাতক্ষীরার মানুষ এ পাশে হিঙ্গলগঞ্জের বাজারে আসতেন দোকান হাট সারতে। তারপর আবার নৌকা বেয়ে চলে যেতে না পারে। হিঙ্গলগঞ্জ বাজার থেকে আরও একটু এগোলেই দেখা মেলে নদীর চরাটা। পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন। খুব একটা মানুষ জন আসে না এদিকে। সুদূর বিস্তৃত এই চড়ায় এখন শুধুই কাশফুলের মেলা বসেছে। এই চড়াটা ঠিক যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই শুরু হচ্ছে ভারতবর্ষের কাঁটাতারের বেড়া। আর ইছামতির ঠিক ওপারে সাতক্ষীরার ভোমরা। দেশভাগের আগে ওপার থেকে অনেক চাষী ভাইরা এ পাশে আসতেন। তাদের জমি জমার কিছু অংশ ছিল এই হিঙ্গলগঞ্জ বাজার সংলগ্ন এলাকায়। তারা অনায়াসেই চাষাবাদ করতেন আর এক কথায় এপারের এই অংশটা ছিল তাদের বসতভিটের একটা ভাগ। কিন্তু স্থান কালপাত্র বর্ণ ধর্ম নির্বিশেষে যেদিন এই কাঁটাতারের বেড়া উঠলো সেদিন থেকে কেমন করে যেন ওরা সবাই অন্য দেশের হয়ে গেল।