Episode 07 | Bhalobasar Morshum Originals Antara & Pritam
বাপ মরা মেয়ে সুলক্ষণা। জন্মের মাত্র বছর দেড়েকের মাথায় বাবার মৃত্যু। সবাই ছোট্ট মেয়েটাকে অপয়া বলেই দোষ দিয়েছিল সেদিন। মামার বাড়িতে এক কথায় বোঝা হয়ে ওঠে একসময়। চোখে অনেক স্বপ্ন কিন্তু বাস্তবে সে স্বপ্ন কিভাবে পূরণ হবে তা জানা নেই। আর অন্যদিকে গ্রামের চাষী পরিবারের সুজিত। ক্যান্সার আক্রান্ত মাকে হঠাৎ করেই হারিয়েছে বিয়ের পরে। কপাল দেখুন। বাবার মৃত্যুর পর অপয়া বলে দেগে দেওয়া হল যে সুলক্ষণা কে বিয়ের পর শাশুড়ির মৃত্যুর জন্য অলক্ষ্যে সবাই তাকেই দায়ী বলে দোষ দিতে শুরু করলো। বিদ্রুপ করে তাকে সুলক্ষণা নয় কুলক্ষণা নামে ডাকা হতে লাগলো গ্রামে গঞ্জে। এমন মেয়েকে নিয়ে সর্ব স্রান্ত সুজিত পারবে কি সুখের সংসার গড়ে তুলতে? সেটা জানতেই শুনতে হবে আজকের গল্প “লক্ষী এলো ঘরে”….