Episode 28 | Bhalobasar Morshum Originals Antara & Pritam
প্রিয়তমেষু মনোমিতা
তুই আমার জীবনে প্রথম উদীয়মান সূর্যের রাঙা কিরণ বয়ে নিয়ে এসেছিস। তোর একটুখানি উপস্থিতি আমার হৃদয়ের গোপন কঠুরিতে হাজার বাতি প্রজ্বলিত করে। তোর হরিণ চোখের দৃষ্টি কোন অবগুন্ঠনে আমাকে এক রূপকথার দেশে পাড়ি দিতে বাধ্য করে। তোকে সম্মুখে দেখলেই মনে হয় ঝাঁকে ঝাঁকে প্রজাপতি তাদের রঙিন পাখা মেলে ধরেছে প্রকৃতির বুকে, আর আমার আশেপাশের শ্রেণিকক্ষ তখন যেন বৈকুন্ঠ ধামের থেকে কম কিছু মনে হয় না। তুই আমার জীবনের প্রথম প্রণয়। এই নৈসর্গিক অনুভূতি আমি আমার কলমের আঁচড়ে খোদাই করে রাখলাম এই একখণ্ড পাতায়। তুই কাগজের খন্ড শুধু একটা চিঠি নয় এ যেন আমার হৃদয়ের গহীন প্রকষ্ঠ থেকে উঠে আসা এক প্রণয় বার্তা।