Episode 29 | Bhalobasar Morshum Originals Antara & Pritam
আজকের গল্পটা ঠিক কোথা থেকে যে শুরু করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। এত জটিল ব্যাপার স্যাপার। তাই কিভাবে যে সেই গল্পটা আপনাদের সামনে তুলে ধরব সেটাই বড় চিন্তার। তারপর মনে পড়ল এখন তো দোল। তাই বড় দোলের দিনের গল্প থেকে শুরু করা যাক। এই এই যা যাহ। দিলে তো একেবারে একটু ভালো জামাটা দফারফা করে দিল। কত শখ করে সাদা-আদ্ধি কাপড়ের জামাখানা কিনলুম। গরমের দিনগুলোয় পড়ে আরাম পাব বলে। কোথা থেকে একটা জংলি ভূত এসে গোটা গায়ে রং ঢেলে দিয়ে চলে গেল।। ইস এবার যে কি হবে। আবার দৌড়াচ্ছে দেখো মেয়েটা। যেন ও মানুষ নয় ছুঁচোবাজি একটা। কোথা থেকে যে মেয়েটা এসে জুটেছে কে জানে বাবা।
অনির্বাণ বেশ কিছুদিন ধরে এই লক্ষ্য করছিল এই মেয়েটা রাস্তায় ঘাটে হাটে বাজারে এমনকি ওপারের ক্লাব থেকে ক্যারাম খেলে বাড়ি আসার সময় ওই আম বাগানের মধ্যে দিয়েও প্রায় দিনই পিছু পিছু আসে অনির্বাণের।
একবার বেটাকে ধরতে পারি। এমন শিক্ষা দেব না। জীবনে আর এ মুখো হবে না। আচ্ছা করে ধরে কানটা দেবো মুলে। এইটুকু একটা মেয়ে। এত বাড়াবাড়ি।